SSC ২০২৬ রসায়ন: গুরুত্বপূর্ণ ১৫টি MCQ প্রশ্ন ও উত্তর
SSC ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য রসায়নের প্রস্তুতিকে আরও সহজ করতে আজকের পোস্টে থাকছে খুবই গুরুত্বপূর্ণ ১৫টি MCQ প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি।
রসায়নের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নসমূহ
- 
    কোনটি একটি মৌলিক কণা?
    - ক. পানি
- খ. অক্সিজেন
- গ. কার্বন ডাই-অক্সাইড
- ঘ. লবণ
 
- 
    পানি কোন ধরণের যৌগ?
    - ক. মৌল
- খ. আইনিক যৌগ
- গ. কোভেলেন্ট যৌগ
- ঘ. মিশ্রণ
 
- 
    pH মান ৭ এর নিচে হলে দ্রবণটি কেমন?
    - ক. ক্ষারীয়
- খ. নিরপেক্ষ
- গ. অম্লীয়
- ঘ. লবণাক্ত
 
- 
    কোনটি ধাতু নয়?
    - ক. তামা
- খ. লোহা
- গ. অক্সিজেন
- ঘ. সোনা
 
- 
    পানি গলে বরফে পরিণত হওয়াকে কী বলে?
    - ক. বাষ্পীকরণ
- খ. ঘনীভবন
- গ. গলন
- ঘ. কঠিনীকরণ
 
- 
    পারমাণবিক সংখ্যা কিসের উপর নির্ভর করে?
    - ক. নিউট্রন
- খ. ইলেকট্রন
- গ. প্রোটন
- ঘ. নিউক্লিয়াস
 
- 
    পানির রাসায়নিক সংকেত কী?
    - ক. HO
- খ. H2O
- গ. OH2
- ঘ. H2O2
 
- 
    কোনটি ক্ষারীয় দ্রবণ?
    - ক. লেবুর রস
- খ. লবণ পানি
- গ. সাবান পানি
- ঘ. ভিনেগার
 
- 
    NaCl এর নাম কী?
    - ক. সোডিয়াম অক্সাইড
- খ. সোডিয়াম ক্লোরাইড
- গ. সোডিয়াম কার্বোনেট
- ঘ. সোডিয়াম সালফেট
 
- 
    কোনটি প্রাকৃতিক অম্ল?
    - ক. সালফিউরিক অ্যাসিড
- খ. নাইট্রিক অ্যাসিড
- গ. ল্যাকটিক অ্যাসিড
- ঘ. হাইড্রোক্লোরিক অ্যাসিড
 
- 
    অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
    - ক. ৬
- খ. ৭
- গ. ৮
- ঘ. ১০
 
- 
    CO2 কোন ধরণের যৌগ?
    - ক. ধাতব অক্সাইড
- খ. অম্লীয় অক্সাইড
- গ. ক্ষারীয় অক্সাইড
- ঘ. লবণ
 
- 
    HCl এর পূর্ণরূপ কী?
    - ক. হাইড্রোজেন ক্লোরিন
- খ. হাইড্রোক্লোরিক অ্যাসিড
- গ. হাইড্রোজেন কার্বন
- ঘ. হাইড্রোক্সাইড ক্লোরিন
 
- 
    মৌল ও যৌগের মধ্যে পার্থক্য কী?
    - ক. মৌল একটিমাত্র ধরণের পরমাণু নিয়ে গঠিত
- খ. যৌগ দুই বা ততোধিক মৌল নিয়ে গঠিত
- গ. উভয়ই সঠিক
- ঘ. কোনোটিই নয়
 
- 
    সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কী?
    - ক. H2SO3
- খ. HSO4
- গ. H2SO4
- ঘ. H2SO
 
✅ আরও প্র্যাকটিস করো ও নিজেকে যাচাই করো
SSC রসায়নের গুরুত্বপূর্ণ MCQ গুলো শুধু পড়লে হবে না – প্র্যাকটিস করতে হবে নিয়মিত! এজন্য তোমার জন্য তৈরি আমাদের SSC Hand Notes অ্যাপ।
👉 এখনই অ্যাপটি ডাউনলোড করো
