পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নসমূহ
- পদার্থের ঘনত্ব কিসের সমান?
    - ক. ভর × আয়তন
- খ. আয়তন / ভর
- গ. ভরের বর্গ / আয়তন
- ঘ. ভর / আয়তন
 
- বস্তুর ভর ১০ কেজি ও বেগ ২ মি./সেকেন্ড হলে, গতিশক্তি কত?
    - ক. ১০ জুল
- খ. ১৫ জুল
- গ. ৫ জুল
- ঘ. ২০ জুল
 
- আলো প্রতিসরণ ঘটে কখন?
    - ক. এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে
- খ. প্রতিফলনের সময়
- গ. বস্তুর উপর আঘাত করলে
- ঘ. প্রতিসরণের সময়
 
- কার্নট ইঞ্জিন কাজ করে —
    - ক. নিউটনের সূত্রে
- খ. তাপগতীয় সূত্রে
- গ. চলকের সূত্রে
- ঘ. বলের সূত্রে
 
- গ্যাসের উপর চাপ বাড়ালে —
    - ক. আয়তন বাড়ে
- খ. ঘনত্ব কমে
- গ. আয়তন কমে
- ঘ. তাপমাত্রা কমে
 
- ধ্বনির বেগ নির্ভর করে —
    - ক. মাধ্যমে
- খ. তাপমাত্রায়
- গ. আকারে
- ঘ. সময়ের উপর
 
- তড়িৎ প্রবাহের একক কী?
    - ক. ওহম
- খ. অ্যাম্পিয়ার
- গ. ভোল্ট
- ঘ. ওয়াট
 
- চলন্ত বস্তুর ভর বাড়লে —
    - ক. বল কমে
- খ. বল বাড়ে
- গ. গতিশক্তি বাড়ে
- ঘ. তড়িৎ শক্তি বাড়ে
 
- লেন্সের ক্ষমতার একক কী?
    - ক. মিটার
- খ. অ্যাম্পিয়ার
- গ. লুমেন
- ঘ. ডাইঅপ্টার
 
- অ্যামিটার ব্যবহৃত হয় —
    - ক. ভোল্ট পরিমাপে
- খ. তড়িৎ প্রবাহ পরিমাপে
- গ. তাপমাত্রা পরিমাপে
- ঘ. আলো পরিমাপে
 
- আইনস্টাইনের সূত্র E=mc² বোঝায় —
    - ক. ভর-শক্তি সমতা
- খ. গতি
- গ. বল
- ঘ. তরঙ্গ
 
- ট্রান্সফরমার ব্যবহৃত হয় —
    - ক. তাপ উৎপাদনে
- খ. ভোল্টেজ বাড়াতে বা কমাতে
- গ. আলো চালাতে
- ঘ. মোটর ঘোরাতে
 
- তাপ বিকিরণ ঘটে —
    - ক. দহন প্রক্রিয়ায়
- খ. শূন্য মাধ্যমে
- গ. কেবল কঠিন বস্তুতে
- ঘ. তড়িৎ প্রবাহে
 
- ঘন মাধ্যম থেকে পাতলা মাধ্যমে আলো গেলে —
    - ক. প্রতিসরণ হয় না
- খ. গতি কমে
- গ. গতি বেড়ে যায়
- ঘ. প্রতিফলন হয়
 
- তরঙ্গদৈর্ঘ্য বাড়লে —
    - ক. গতি কমে
- খ. তাপ বেড়ে যায়
- গ. কম্পন সংখ্যা কমে
- ঘ. শক্তি কমে
 
✅ আরও প্র্যাকটিস করো ও নিজেকে যাচাই করো
SSC পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ MCQ গুলো শুধু পড়লে হবে না – প্র্যাকটিস করতে হবে নিয়মিত! এজন্য তোমার জন্য তৈরি আমাদের SSC Hand Notes অ্যাপ।
👉 এখনই অ্যাপটি ডাউনলোড করো
